মিরপুরে রাজস্থান রয়্যালস
- Update Time : ০৭:০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১ Time View
খেলা ডেস্ক : বৃহস্পতিবার হঠাৎ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দেখা মিলল আইপিএলের রাজস্থান রয়্যালসের কর্মকর্তারাদের। হঠাৎ তাদের আগমনের হেতু? বিস্তারিত জানা যায়নি। তাদের সঙ্গে ছিলেন বিসিবির কর্মকর্তারাও।
এদিন দুপুরে মিরপুর স্টেডিয়ামের মাঠ ও অন্য সুবিধাদি ঘুরে দেখেন রাজস্থান রয়্যালসের কর্মকর্তারা। স্বভাবতই প্রশ্ন জাগে, তবে কি আইপিএলের ম্যাচ মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? তার সদুত্তর পাওয়া যায়নি। জানা গেছে, মিরপুর স্টেডিয়ামে অনুশীলন ব্যবস্থা কেমন, তা দেখতে এসেছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্মকর্তারা।
এক কোটি রুপিতে এবার বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে রাজস্থান রয়্যালস। ফলে এই দলটির নামের সঙ্গে খুবই পরিচিত বাংলাদেশের দর্শক।
আইপিএলের দলের মিরপুর স্টেডিয়াম পরিদর্শনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারা পরিদর্শন করেছিলেন মিরপুর স্টেডিয়াম।
এসএস//