টেকনাফে ২ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ
- Update Time : ০৪:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ১ Time View
জেলা প্রতিবেদক : টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
আজ মঙ্গলবার ২ মার্চ সকালে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আমিরুল হক গণমাধ্যম’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
আমিরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শাহপরী দ্বীপ সংলগ্ন এলাকা দিয়ে সমুদ্রপথে মায়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার হবে। সোমবার মধ্যরাতে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাট সংলগ্ন এলাকায় যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত আড়াইটার দিকে বস্তাসহ তিন জনকে দেখতে পাওয়া যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেওয়া হয়। তারা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে নীল রংয়ের দুইটি বস্তা ফেলে সমুদ্রসংলগ্ন ঝাউবনের মধ্যে পালিয়ে যান। পরে বস্তা দুইটি তল্লাশি করে ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএস//