শিরোনাম:
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
- Update Time : ০৬:৩৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
জেলা প্রতিবেদক : চাঁদপুর শহরে ট্রাকের চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কস্থ আলআমিন একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নিখিল চন্দ্র দাস (৬৫)। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির ঠিকানা জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া অটোরিকশাচালকের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। অটোরিকশা নিয়ন্ত্রণ করতে না পারায় ট্রাকের সাথে সংঘর্ষ হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, ‘আমরা ঘটনাস্থল থেকে অটোবাইকচালক শরীফ ও ট্রাক চালক মো: শাহির রাজাকে আটক করেছি। এ ছাড়া লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’
এসএস//