পশুর নদীতে কার্গো জাহাজডুবি
- Update Time : ০১:২৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
জেলা প্রতিবেদক : মোংলার পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখনো পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি।
ডুবে যাওয়া কার্গো জাহাজের মাষ্টার ওসমান আলী জানান, মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ৭ নম্বর এ্যাংকোরেজ থাকা বিদেশী জাহাজ এম ভি জসকো থেকে শনিবার প্রায় সাত শ’মে. টন কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এম ভি বিবি-১১৪৮। এরপর শনিবার রাতে কার্গো জাহাজটি ওই বিদেশী জাহাজ থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে রাত ১১টার দিকে মোংলার পশুর নদীর বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। এ সময় ওই জাহাজের মাষ্টারসহ ১০ জন ষ্টাফ ও একজন নিরাপত্তা কর্মী কুলে উঠে।
এদিকে জাহাজটি উদ্ধার কাজ শুরু না হলেও ঘটনাস্থলে মার্কিংয়ের ব্যবস্থার কাজ শুরু করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে কার্গোটি পশুর চ্যানেলের মূল চ্যানেলের বাইরে ডুবেছে বলে নৌযান চলাচলের মূল চ্যানেল নিরাপদ রয়েছে বলে জানিয়েছেন বন্দরের হারবার মাষ্টার কমান্ডার ফখরউদ্দিন।
এসএস//