আশুলিয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- Update Time : ০৬:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
জেলা প্রতিবেদক : ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪-এর একটি দল। শনিবার ভোরে আশুলিয়ার পল্লীবিদুৎ ডেন্ডাবর স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নওগাঁ জেলার পত্নীতলা থানার বাগমার গ্রামের মৃত আজিজের ছেলে মো: আব্দুস সবুর আলী (৪০) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার তোতাভূমি গ্রামের মৃত সোনামিয়ার ছেলে রবিউল ইসলাম (৩০)।
এ সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুলিয়ার পল্লীবিদ্যুতের ডেন্ডাবর স্কুলের সামনে থেকে ৫২ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। এ ছাড়া তাদের ব্যবহৃত একটি ডিএক্স করোলা ব্যান্ডের একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রাকিব মাহামুদ খান বলেন, ‘আমরা প্রাথমিক জিজ্ঞাসা করে জানতে পেরেছি তারা বিভিন্ন এলাকা থেকে মাদক এনে আশুলিয়াসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।’
এসএস//