জামিন পেলেন সংগীতশিল্পী মিলা
- Update Time : ০৪:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
বিনোদন ডেস্ক : অ্যাসিড হামলার মাধ্যমে হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী তাশবিহা বিনতে শহীদ ওরফে মিলা।
গতকাল বুধবার ২৪ ফেব্রুয়ারি ঢাকার এসিড দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক দিলারা আলো চন্দনার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মিলা।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন শাহিন আহমেদ। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকার মুচলেকায় মিলার জামিন মঞ্জুর করেন।
গত ১১ ফেব্রুয়ারি মিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
জানা যায়, সংগীতশিল্পী মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি ২০১৯ সালের ২ জুন দুর্বৃত্তদের ছোঁড়া অ্যাসিডে দগ্ধ হন। ওইদিন রাত আটটার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরে পারভেজের গায়ে কে বা কারা অ্যাসিড ছুড়ে মারে। এতে তার শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে যায়। এ ঘটনায় ৪ জুন রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন পারভেজ সানজারির বাবা এসএম নাসির উদ্দিন।
২০১৭ সালের মে মাসে মিলা-পারভেজ বিয়ে করেন। কয়েক মাস না যেতেই তাদের সম্পর্কে ফাটল ধরে। ছয় মাস সংসার করার পর ওই বছরের সেপ্টেম্বরে তাদের ডিভোর্স হয়। এরপর উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করেন।
এসএস//