ট্রেনের ধাক্কায় নিহত ১
- Update Time : ০৩:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
জেলা প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুর এলাকায় ট্রেনের ধাক্কায় মনজুর রহমান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালের দিকে পৌর এলাকার বিদিরপুর মহল্লায় এ ঘটনা ঘটে। পরে রেল পুলিশ সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহত মনজুর রহমান গোদাগাড়ি উপজেলার উজানপাড়ার গ্রামের মনসুর আলী ছেলে।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সোলায়মান জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ রেললাইনের পাশ থেকে মনজুর নামের একটি ব্যক্তির মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁপাইনবাবকগঞ্জ থেকে ভোর ৬টার দিকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের ধাক্কায় মারা গেছেন তিনি।
এসআই আরো বলেন, মনজুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার পরিবারকে খবর দেয়া হয়েছে।
এসএস//