সুপ্রিমকোর্ট বার এর উদ্যোগে ‘আর্ট অব এডভোকেসী’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ১০:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক : সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) উদ্যোগে ‘আর্ট অব এডভোকেসী’ (Art of Advocacy) শীর্ষক ৭ম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে ২৪ ফেব্রুয়ারি বুধবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার। এই প্রথমবারের মতো সুপ্রিমকোর্ট বার আয়োজিত কোন সেমিনার-প্রশিক্ষণে আপিল বিভাগের কোন বিচারপতি যোগ দিলেন বলে জানান সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল।
কর্মশালায় হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান কী-নোট স্পীকার ও বিশেষ অতিথি ছিলেন।
আগামী ২৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার অবসরে যাচ্ছেন। আজ কর্মশালায় তার অবসরকে কেন্দ্র করে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কর্মশালায় উপস্থিত আইনজীবীসহ সংশ্লিষ্টরা দাড়িঁয়ে বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে শ্রদ্ধা ও বিদায় সম্ভাষণ জানান।
এসএস//