ব্রাহ্মণবাড়িয়ায় ৪ জনকে হত্যা : আপিল বিভাগে দুই আসামির মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন
- Update Time : ০৩:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ২০০৫ সালে এক গর্ভবতী নারীসহ ৪ জনকে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
এই দুই আসামি হলেন সোহেল ও রাজীব। তারা নিহতদের আপন ভাইয়ের ছেলে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ এ রায় দেন। মামলার অপর আসামি পিয়াসকে খালাস দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ৫ আসামি বিচার শেষ হওয়ার আগেই মারা গেছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ সারাদেশ’কে আদালতের রায়ের কথা জানান। তিনি বলেন, এ মামলাটি চাঞ্চল্যকর । এখানে দেখা যায় এক ভাই কিলার ভাড়া করে অপর ভাই ও তার পরিবারকে হত্যা করেছেন।
তিনি জানান, ২০০৫ সালে
আক্তার তার গর্ভবতী স্ত্রী ও আড়াই বছরের শিশু অর্না আক্তারকে নিহতের ভাই সিরাজুল ও তার সন্তানরা হত্যা করেন। পারিবারিক কোন্দলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পরের বছর ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর সিরাজুলসহ ৮ জনের মৃত্যুদণ্ডের রায় দেন বিচারিক আদালত। এরপর ২০১২ সালে হাইকোর্ট ৮ জনেরই মৃত্যুদণ্ড বহাল রাখেন।
আজ আপিল বিভাগ ওই হত্যা মামলার রায় ঘোষণা করলেন। রায়ে কনডেম সেলে থাকা সোহেল ও রাজীবকে দ্রুত সাধারণ সেলে দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে ।
ডিএ/এসএস//