ধর্ষণ করে হত্যা : দুই আসামির মৃত্যুদন্ড আপিল বিভাগেও বহাল
- Update Time : ০৫:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ধর্যণ করে হত্যার অভিযোগে আনা মামলায় আসামী আজিজ ওরফে আজিজুল এবং মিন্টু ওরফে কালু এর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেন। সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সারাদেশ’কে আজ এ কথা জানান।
মোহাম্মদ সাইফুর রহমান বলেন, আপিল বিভাগ আজ দুই আসামির ক্রিমিনাল আপিল খারিজ করে আসামি আজিজ ওরফে আজিজুল এবং মিন্টু ওরফে কালু এর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। একই বিষয়ে একটি জেল পিটিশন নিষ্পত্তি করে আসামী সুজনকে খালাস প্রদান করেন আদালত।
তিনি জানান, এই মামলায় আসামিদের বিরুদ্ধে ভিক্টিম ফিঙ্গে বেগম এবং কমেলা খাতুনকে ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর ধর্ষণ করে জবাই করে হত্যার অভিযোগ রয়েছে। আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়। মামলাটি বিচার শেষে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -২ আসামিদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। হাইকোর্টও এই সাজা বহাল রাখেন।
ডিএ/এসএস//