ঢাকা বার নির্বাচনের দুইদিনব্যাপী ভোটগ্রহণ শুরু
- Update Time : ০৪:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক : ঢাকা আইনজীবী সমিতির ( ঢাকা বার) নির্বাচনের দুইদিনব্যাপী ভোটগ্রহণ আজ শুরু হয়েছে।
ঢাকা বারের ২০২১-২২ বর্ষের কার্যকরী পরিষদের দু’দিনব্যাপী নির্বাচনে আজ চলছে প্রথম দিনের ভোটগ্রহণ। আজ ও কাল বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরেও ক্রীড়া সম্পাদক পদ ও সমাজকল্যাণ সম্পাদক পদে দুইজন প্রার্থী নির্বাচন করছেন। যা নিয়ে মোট প্রার্থী ৪৮ জন। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১৭ হাজার ৭৫৬ জন আইনজীবী ভোটার।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন ঢাকা মহানগর আদালতের পিপি এডভোকেট আব্দুল্লাহ আবু।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন আব্দুল বাতেন ও সাধারণ সম্পাদক পদে ফিরোজুর রহমান মন্টু। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেলে সভাপতি পদে মোসলেহ উদ্দিন জসিম এবং সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডিএ/এসএস//