জেলা প্রতিনিধি : অবৈধভাবে মিয়ানমারে প্রবেশের অভিযোগে আটকের পর করাভোগ শেষে ২৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার।
আজ মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে মিয়ানমারের মংডু শহরে দুই দেশের সীমান্তরক্ষী বিজিবি ও বিজিপির পাতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।
পাতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খাঁন। মিয়ানমারের সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪নং বডার্র গার্ড পুলিশ ব্র্যাঞ্চের কমান্ডিং অফিসার লে. কর্নেল জু লিং অন।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, ২৪ জনই বিভিন্ন সময় অবৈধভাবে মিয়ানমারে প্রবেশের দায়ে আটক হয়ে সেখানে জেলে ছিল।
এসএস//
Leave a Reply