সারাদেশ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সোমবার সকাল ১০টার মধ্যে হল ছাড়তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা ছিল। তবে সেই নির্দেশনাকে প্রত্যাখ্যান করেছেন হলে ওঠা শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল নিয়ে গিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের তালা ভেঙে প্রবেশ করেন। বর্তমানে আন্দোলনরত ছাত্রীরা সবাই সেখানে অবস্থান করছেন। ছাত্রীরা আজ দুপুর ১২টার মধ্যে হল খুলে দেয়ার আল্টিমেটাম দিয়েছিলেন। এর মধ্যে হল না খুললে তারা হলের তালা ভেঙে প্রবেশ করবেন বলে জানিয়েছিলেন।
এসএস//
Leave a Reply