পুলিশ মহাপরিদর্শকের সাক্ষাৎ চেয়েছে বিএনপি
- Update Time : ০৪:১৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : পুলিশ মহাপরিদর্শকের সাথে সাক্ষাৎ করতে সময় চেয়েছেন বিএনপি।
এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
আজ সোমবার শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এ নিয়ে গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। কর্মসূচিগুলোর সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার প্রয়োজনে আলোচনার জন্য মঙ্গলবার সকাল ১১টায় পুলিশ মহাপরিদর্শকের সাথে সাক্ষাতের জন্য চিঠি দেয়া হয়েছে। এ সময় সাক্ষাতের জন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের আব্দুস সালামসহ চার সদস্যের প্রতিনিধি দল সময় চেয়ে চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি দিয়েছেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন-
চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী
বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্ণেল (অব:) জয়নুল আবেদীন।
এসএস//