সারাদেশ ডেস্ক : শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। আবাসিক হলগুলো খুলবে ১৭ মে।
করোনাকালীন উচ্চ শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে সোমবার ২২ ফেব্রুয়ারি দুপুর সোয়া ২টায় অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা জানান।
দীপু মনি বলেন, ‘হল ও বিশ্ববিদ্যালয় খোলার আগে সব শিক্ষক এবং শিক্ষার্থীর করোনার টিকা দেয়ার ব্যবস্থা করা হবে। বিশ্ববিদ্যালয় চালু হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস হবে অনলাইনে। আর শ্রেণিকক্ষে পাঠদান শুরুর পর পরীক্ষা শুরু হবে।’
স্কুল-কলেজ চালুর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতীয় পরামর্শক কমিটির মতামত নিয়ে কবে থেকে স্কুল-কলেজে পাঠদান শুরু করা যায় তা জানিয়ে দেয়া হবে।’
এসএস//
Leave a Reply