বিশেষ প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার ২২ ফেব্রুয়ারি।
এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও নেমেছে ৫০০ কোটি টাকার নিচে। যা গত সাড়ে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।
জানা গেছে, ডিএসইর প্রধান সূচক আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স ৯০ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ২২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৮ পয়েন্ট কমে ২ হাজার ৫৭ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৭ কোটি টাকা। যা গত সাড়ে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে ২০২০ সালের ২৯ জুলাই ৩৯৯ কোটি টাকা লেনদেন হয়েছিল ডিএসইতে। এরপর থেকে লেনদেন বাড়লেও তা এতোটা নিচে নামেনি। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৯৪ কোটি ১৩ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৩ টির, কমেছে ২১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১ টি শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৬৪ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ১৯২ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৫৫ পয়েন্ট কমে ৯ হাজার ৩৮৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৬টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৪১ লাখ টাকা।
এসএস//
Leave a Reply