বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন
- Update Time : ০১:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
বুড়িচং প্রতিনিধি: জাতীয় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
২১ ফেব্রুয়ারী সকালে বুড়িচং প্রেসক্লাবের আহ্বায়ক কাজী খোরশেদ আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্মিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য গাজী জাহাঙ্গীর আলম জাবির, মোঃ জহিরুল হক বাবু, আক্কাস আলম মাহমুদ হৃদয়। আরো উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, সিনিয়র সাংবাদিক মুকবুল হোসেন, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, মারুফ হোসেন, আবদুল্লা সাব্বির।
পুস্পস্তবক অর্পণ শেষে ভাষা দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্বরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।
এসএস//