হল-ক্যাম্পাস খোলার দাবিতে রাবি শিক্ষার্থীদের আন্দোলন
- Update Time : ০১:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পর এবার হল-ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে আন্দোলন শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রোববার বিক্ষোভ কর্মসূচি পালনের পর হল-ক্যাম্পাস ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে প্রশাসনকে সময় বেঁধে দিয়েছেন তারা। এই সময়ের মধ্যে হল খুলে দেয়া না হলে শিক্ষার্থীরা নিজেরাই হল খুলে ভেতরে ঢোকার ঘোষণা দিয়েছেন।
আজ রোববার সকালে বিক্ষোভ কর্মসূচি পালনের পর বেলা সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।
এর আগে হল ও ক্যাম্পাস খোলার দাবিতে সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন। সেখানে কিছু সময় অবস্থান করে বিক্ষোভ প্রদর্শনের পর প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বেলা সোয়া ১২টার দিকে কর্মসূচি স্থগিত করেন তারা।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সোমবার সকাল ১১টার মধ্যে হল খোলা না হলে, প্রশাসনের দরকার নেই৷ আমরাই আমাদের সিদ্ধান্ত নেব। প্রশাসন হল না খুললে আমাদের হল আমরাই খুলব।
তারা আরো বলেন, সবকিছু স্বাভাবিক চলছে, তাহলে ক্যাম্পাস বন্ধ কেন! শিক্ষা নিয়ে রাজনীতি চলতে পারে না। দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহিরাগতদের হামলার শিকার হয়েছে। এর দায় প্রশাসনকে নিতে হবে।
এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন৷ পরে সেখান থেকে মিছিল নিয়ে ভিসির বাসভবনের গেটে অবস্থান নেন। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
প্রসঙ্গত, ক্যাম্পাসের বাইরে স্থানীয়দের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গত শুক্রবার রাত থেকে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। সংঘর্ষের পরদিন শনিবার হল খুলে দেওয়াসহ তিন দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে এক পর্যায়ে তালা ভেঙে আবাসিক হলে উঠে পড়েন ছাত্ররা। শিক্ষার্থীদের পদচারণা আর আনন্দ-আড্ডায় এর পরই চিরচেনা রূপ পায় ক্যাম্পাস।
এসএস//