ফের ছেলে সন্তানের মা হলেন কারিনা
- Update Time : ০১:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
বিনোদন ডেস্ক : অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন অতিথি এল পতৌদি পরিবারে। রবিবার সকালে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন কারিনা কাপুর খান।
করোনা কালেই দ্বিতীয়বার মা হওয়ার কথা ঘোষণা করেছিলেন কারিনা কাপুর। তৈমুর জন্মের মতোই দ্বিতীয়বার মা হওয়ার আগের মুহূর্তও চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। তবে কাজ বন্ধ করে ঘরের কোণে বসে থাকতে দেখা যায়নি সাইফ ঘরনিকে। পরিবর্তে শুটিং নিয়ে মেতে ছিলেন তিনি। বেবি বাম্প নিয়েই দিব্যি এদিক-সেদিক ঘুরে ফিরে বেড়িয়েছেন কারিনা। পার্টিতেও দেখা গিয়েছে। করেছেন ফটোশুটও।
প্রথম দিকে শোনা যাচ্ছিল, মার্চ মাসে নাকি মা হবেন কারিনা। কিন্তু পরবর্তীতে সাইফ নিজেই জানান, মার্চে নয়। পরিবর্তে ফেব্রুয়ারির শুরুর দিকেই মা হতে চলেছেন করিনা। আর শেষপর্যন্ত ফেব্রুয়ারির তৃতীয় রবিবারই নতুন সদস্য এল পতৌদি পরিবারে।
শুধু কাজ নয়, এই সময় রীতিমতো ‘ফ্যাশন গোলস’ দিয়েছেন নবাব-পত্নী। ইনস্টাগ্রামে একটি ‘কাফতান সিরিজ’ শুরু করেছিলেন তিনি। নিজের নানা ধরনের কাফতান সেখানে ‘শো অফ’ করতেন বেবো। এ সব কিছুর সঙ্গেই একটি বইও লেখেন তিনি। নাম ‘করিনা কপূর খানস প্রেগন্যান্সি বাইবেল’।
এসএস//