শিরোনাম:
জেলের জালে ৪০ কেজি ওজনের বাঘাইড়
- Update Time : ০২:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে মিলেছে ৪০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। রোববার সকালে উপজেলার চকরাজাপুর গ্রামের জেলে ওলিয়ার রহমানের জালে মাছটি ধরা পড়ে।
ওলিয়ার রহমান তার মাছের দাম হাঁকছেন কেজিপ্রতি ১ হাজার ১০০ টাকা।
তিনি জানান, প্রতিদিনের মত রোববারও তিনি পদ্মা নদীতে যান মাছ শিকারের জন্য। এ দিন তার ভাগ্য ছিল সুপ্রসন্ন। জালে পেয়ে যান বিশালাকার এই বাঘাইড়। নদীতীরে আনার পর মাছটি দেখতে স্থানীয়রা ভিড় জমান। মাছটি বিক্রির জন্য স্থানীয় এক ব্যক্তির কাছে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ১১০০ টাকা দরেই মাছটি কেনার জন্য ইতোমধ্যে অনেকে টাকা তুলতে শুরু করেছেন। বিকাল নাগাদ এই মাছে কেটে বিক্রি করা হবে।
এসএস//