২ সন্তানকে নদীতে ফেলে হত্যা : মায়ের মৃত্যুদণ্ড
- Update Time : ০১:৫৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : দুই সন্তানকে নদীতে ফেলে দিয়ে হত্যা করায় ইরাকের এক আদালত এক নারীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। স্বামীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে বাগদাদে এক সেতু থেকে তার শিশুদের দজলা নদীতে ফেলে দেন ওই নারী।
বৃহস্পতিবার ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি (ইনা) এক প্রতিবেদনে এই তথ্য জানায়। খবর ইয়েনি শাফাক
নিরাপত্তা ক্যামেরায় রেকর্ড হওয়া ২০২০ সালের অক্টোবরে ওই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ইরাকিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
ওই ভিডিও ফুটেজে দেখা যায়, আসামী তার শিশুদের তুলে উত্তর বাগদাদের আল-আইমমাহ সেতু থেকে একে একে দুই জনকেই নদীতে ফেলে দেন এবং সহজভাবেই হেঁটে চলে যান।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এর আগে সেপ্টেম্বরে বিবাহ বিচ্ছেদের পর ওই নারীর সাবেক স্বামী তাদের সন্তানের তত্ত্বাবধানের অধিকার পেলে আসামী ক্ষোভ ও ঘৃণা থেকে তার দুই বছরের ছেলে ও তিন বছরের মেয়েকে হত্যা করেন।
এসএস//