শিরোনাম:
হাতির পায়ে পিষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত
- Update Time : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
জেলা প্রতিবেদক : চট্টগ্রামের আনোয়ারায় হাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল আজিজ ফকির (৭৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ শনিবার ভোরে উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আজিজ ওই গ্রামের স্থানীয় মৃত আহমদ মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য বলেন, ভোরে রাস্তায় হাতির পায়ের চিহ্ন দেখে সবাই অবাক হয়ে যায়। আশেপাশে দেখতে গিয়ে চোখে পড়ে আবদুল আজিজ ফকিরের মরদেহ। ধারণা করা হচ্ছে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে তিনি মারা গেছেন। হাতির পালটি শুক্রুবার রাতে চাপাতলী এলাকায় তাণ্ডব চালিয়ে অনেক বাড়িঘরের ক্ষতি করেছে।
আনোয়ারা থানা পুলিশ জানান, হাতির আক্রমণে আজিজ ফকির নিহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এসএস//