দেশবরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান এর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক
- Update Time : ০৪:০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় মন্ত্রী বলেন,এ টি এম শামসুজ্জামান ছিলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। এই নক্ষত্র নিভে যাওয়ার মধ্য দিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিরাট শূন্যতা তৈরি হলো। কিংবদন্তি এ অভিনেতা সুদীর্ঘকালব্যাপী সৃজনশীল অভিনয় উপহার দেয়ার জন্য দেশের মানুষের স্মৃতির পাতায় অনন্তকাল স্থান পাবেন।
উল্লেখ্য, জনপ্রিয় অভিনেতা এ টি এম শামসুজ্জামান (৮০) আজ শনিবার সকালে পুরান ঢাকার সূত্রাপুরস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কয়েক বছর ধরে নানান ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।
ডিএ/এসএস//