সুপ্রিমকোর্ট বার নির্বাচনে সহ সম্পাদক প্রার্থী এডভোকেট রাশিদা আলীম ঐশী
- Update Time : ০৪:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক: এডভোকেট রাশেদা আলীম ঐশী, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী। পাশাপাশি আইনজীবীদের অধিকার ও স্বার্থরক্ষায় কাজ করেন।
দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা তাকে ইতোপূর্বে আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২১-২০২২ বর্ষের অনুষ্ঠিতব্য নির্বাচনে এডভোকেট রাশিদা আলীম ঐশী সহ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। তাকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সহ সম্পাদক পদে মনোনয়ন দেয়া হয়েছে।
এডভোকেট রাশিদা আলীম ঐশী বলেন, ‘সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন। জাতির কাছে এর বিশেষ মর্যাদা রয়েছে। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্যদের কল্যানে কাজ করতে কার্যনির্বাহী কমিটিতে ইতোপূর্বে সমিতির সম্মানিত ও বিজ্ঞ সদস্যগন আমাকে নির্বাচিত করেছেন। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতেও আইনজীবীদের কল্যান ও মর্যাদা বৃদ্ধিতে কার্যনির্বাহী কমিটির মাধ্যমে অবদান রাখবো ইনশাআল্লাহ।’
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল)। এই প্যানেলে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট ফজলুর রহমান, সহ-সভাপতি পদে জয়নাল আবেদিন তুহিন ও জালাল আহমেদ, সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল,সহ সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলীম ঐশী, কোষাধ্যক্ষ পদে আব্দুল্লাহ আল মাহবুবকে মনোনয়ন দেয়া হয়েছে। সাতটি কার্যনির্বাহী সদস্য পদে মনজুরুল আলম সুজন, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোহাম্মদ জাকির, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ইফতেখার আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে।
এই প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল বর্তমান কমিটির নির্বাচিত সম্পাদক। বর্তমান সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আগামী ১০ ও ১১ মার্চ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আইনজীবীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সব সময় আইনজীবীদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকব।
আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) তাদের সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। এ প্যানেল থেকে সভাপতি পদে সিনিয়র এডভোকেট আবদুল মতিন খসরু এবং সম্পাদক পদে আব্দুল আলিম মিয়া জুয়েলকে মনোনয়ন দেয়া হয়েছে।
২০২০-২১ সেশনের নির্বাচনে সাদা প্যানেল থেকে সভাপতিসহ মোট ৬টি পদে এবং সম্পাদকসহ মোট আটটি পদে নির্বাচিত হন নীল প্যানেল সমর্থিত আইনজীবীরা।
এসএস//