কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী নিহত
- Update Time : ০২:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : কানাডার ম্যানিটোবায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মেধাবী বাংলাদেশী শিক্ষার্থী নিহত হয়েছেন।
তারা সবাই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন। নিহতরা হলেন- আদিত্য নোমান, আরানুর আজাদ চৌধুরী এবং রিসুল বাঁধন। তাদের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছরের মধ্যে।
কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি ভোর ৬টা ২০ মিনিটের দিকে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কানাডায় বাংলাদেশী কমিউনিটি সূত্র জানায়, নিহত ছাত্ররা ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে তারা এ দুর্ঘটনার শিকার হন। কানাডায় বাংলাদেশী কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য ব্যাপক পরিচিত ছিলেন বলে জানা গেছে।
এ দূর্ঘটনায় কানডার ম্যানিটোবায় বাংলাদেশী কমিউনিটি এবং তাদের দেশে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমেছে।
এসএস//