বিশ্ব টিকাদান কার্যক্রমে ৪০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র: বাইডেন
- Update Time : ০৫:২০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : মহামারি করোনার টিকাদান কর্মসূচি কোভ্যাক্সে ৪০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার জি৭-এর অন্যান্য নেতাদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে তার এই প্রতিশ্রুতি দেয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা এএফপি ও এনডিটিভি এমন খবর দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, চলতি মাসের শেষ দিকে প্রথম ২০০ কোটি ডলার ছাড় দেওয়া হবে। আর বাকি অর্থ পরবর্তী দুই বছরে দেওয়া হবে।
প্রতিটি দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২০ শতাংশের জন্য করোনাভাইরাসের টিকা সংগ্রহ ও বিতরণে আন্তর্জাতিক প্রকল্প কোভ্যাক্স।
ধনী দেশগুলো যেখানে আগেভাগেই করোনার টিকার আদেশ ও মজুদ করে রেখেছে, সেখানে দরিদ্র দেশগুলোর জন্য তা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কোভ্যাক্স প্রকল্প হাতে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কয়েকটি ধনী দেশের সহায়তায় দরিদ্র দেশগুলোতে এই ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে।
হোয়াইট হাউসের কর্মকর্তা বলেন, কোভ্যাক্ত প্রকল্পে প্রথম অবদান রাখতে পেরে যুক্তরাষ্ট্র উচ্ছ্বসিত। মহামারীকে পরাজিত করতে ভূমিকা রাখতে এটা গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি।
ইউরোপীয় ইউনিয়নও এই প্রকল্পে ১০০ কোটি ইউরোপ দেওয়ার পরিকল্পনা করেছে।
এসএস//