শিরোনাম:
কেরানীগঞ্জে তিন তলা ভবন উল্টে ডোবায়
- Update Time : ০২:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জের মধ্য চরাইল এলাকায় একটি তিন তলা ভবন উল্টে ডোবায় পড়ে গেছে।
এ ঘটনায় সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার ১৯ ফেব্রুয়ারি সকালে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকালে কেরানীগঞ্জের মধ্য চরাইল এলাকায় একটি তিন তলা ভবন উল্টে ডোবায় পড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘মধ্য চরাইল এলাকায় ভবন উল্টে ডোবায় পড়ার ঘটনায় এ পর্যন্ত আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’
এসএস//