ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
- Update Time : ০২:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি রাতে উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের পানিয়ারুপ গ্রামের একটি আঞ্চলিক সড়কে এ মর্মান্তিক দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল গ্রামের মোঃ বুড়হানের ছেলে পায়েল (২১) কুটি ইউনিয়নের রামপুর গ্রামের রবিউলের ছেলে ইকবাল (২৩,) কাইয়ুমপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের কাদের মিয়ার ছেলে আমজাদ (২৫)। এ ঘটনায় হাসান নামে আরো একজন আরোহী আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ জানায়,রাতে চারজনজন আরোহী একটি মোটরসাইকেলে করে কসবার পানিয়ারুপ থেকে কুটি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টের সঙ্গে সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন চিৎকার করে গুরুতর আহতাবস্থায় মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ তাদের নিজ নিজ বাড়িতে নেয়া হয়েছে। পরিবারের লোকজন চাইলে তাদের মরদেহ ময়নাতদন্ত করা হবে।
ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। আটকে অভিযান চলছে।
এসএস//