লুনা শামসুদ্দোহার মৃত্যুতে আইনমন্ত্রীর শোক
- Update Time : ০৪:০০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক: দেশের তথ্য-প্রযুক্তি খাতের সফল উদ্যোক্তা লুনা শামসুদ্দোহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, একজন সফল উদ্যোক্তা হিসেবে লুনা শামসুদ্দোহা তথ্য- প্রযুক্তিখাতের উন্নয়ন ও বিকাশে অসামান্য অবদান রেখেছেন। তথ্য-প্রযুক্তি খাতে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নারী সমাজ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে বলে আইনমন্ত্রীর বিশ্বাস।
শোকবার্তায় মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, লুনা শামসুদ্দোহা ক্যান্সারে ভুগছিলেন। গতকাল বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি খ্যাতনামা সফটওয়্যার কম্পানি দোহাটেক নিউ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। বাংলাদেশ উইমেন ইন আইটির (বিডাব্লিউআইটি) সভাপতিও ছিলেন তিনি। তথ্য প্রযুক্তিতে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন তিনি। দেশের প্রথম নারী হিসেবে জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন লুনা সামসুদ্দোহা।
ডিএ/এসএস//