যশোর পৌরসভার নির্বাচন নিয়ে হাইকোর্ট আদেশ আপিলে স্থগিত
- Update Time : ০৬:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেক : যশোর পৌরসভা নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আনা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ এই আদেশ দেন।
একইসঙ্গে আবেদনটির শুনানির জন্য ২২ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানোর আদেশ দেয়া হয়েছে ।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
রিটের পক্ষে ছিলেন এডভোকেট পংকজ কুমার কুন্ডু।
২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের জন্য দিন নির্ধারিত রয়েছে।
গত বছর যশোর পৌরসভার সীমানা বর্ধিত করা হয়েছে। নতুন ৯টি মৌজা যশোর পৌরসভার মধ্যে অন্তর্ভুক্ত করে গেজেট হয়েছে। গেজেট হওয়ার পরও নতুন মৌজাগুলোকে কোন ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়নি এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এসব যুক্তি তুলে ধরে স্থানীয় তিন ব্যক্তির দায়ের করা এক রিটের শুনানি নিয়ে গত ৯ ফেব্রুয়ারি যশোর পৌর নির্বাচন স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট।
ডিএ/এসএস//