লাইফস্টাইল ডেস্ক : বাজারে অনেক রকমের নামিদামি প্রসাধনী পাওয়া গেলেও ত্বক থেকে তেল সরানোর জন্য তাদের কার্যকারিতা এখনও প্রশ্নবিদ্ধ। তবে আপনি চাইলেই ঘরে বসে তৈলাক্ত ত্বকের যত্ন নিতে পারেন।
তৈলাক্ত ত্বকের জন্য কলার ফেস মাস্ক অনেক বেশি উপযোগী। তাৎক্ষনিক ভাবে ত্বক থেকে খুব সহজেই তেল কে সরিয়ে ফেলে।
কলার মাস্ক যে ভাবে তৈরি করবেন –
মাস্কটি বানাতে একটি ভালো করে পাকা কলার অর্ধেক নিতে হবে। কলাটি ভালো করে পেস্ট করে নিতে হবে। তাতে দুই চা চামচ লেবুর রস এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল দিতে হবে। ভালভাবে মাখিয়ে নিতে হবে। মাস্কটিকে সম্পূর্ণ মুখে লাগিয়ে রাখতে হবে কমপক্ষে ১৫ মিনিটের জন্য। তারপরে কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো ফলাফলের জন্য এ মাস্কটি সপ্তাহে অন্তত তিনদিন ব্যাবহার করতে হবে।
কলা ত্বককে এক্সফলিয়েট করে। যার ফলে ত্বকের ডেড সেলস গুলো পুরোপুরি উঠে আসে। পক্ষান্তরে, লেবু প্রসিদ্ধ তার অম্লত্তের অন্য; যা অতিরিক্ত তেল কে শুষে নেয়। আবার, কয়েক ফোঁটা অলিভ অয়েল এই দুটো উপাদানের সাথে মেশালে ত্বকের দাগ দূরের পাশাপাশি ত্বককে মসৃণ করে।
এসএস//
Leave a Reply