চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় নিহত ২ শিক্ষার্থী
- Update Time : ০৪:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ২ Time View
শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদরের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের দুই পরীক্ষার্থীর আর বাড়ি ফেরা হলো না। ব্যবহারিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বারঘরিয়া টোলপ্লাজার সামনে ট্রাকচাপায় নিহত হন তারা।
নিহতরা হলেন-সদর পৌর এলাকার মিল্কী মহল্লার সেরাজুল ইসলামের ছেলে মিনারুল (২০) ও আরামবাগ মহল্লার সেলিমের ছেলে মোস্তাফিজুর রহমান (২০) । তারা দুজনেই বারঘরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজার সামনে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর জখম হলে তাদের সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা সম্ভব হলেও এর চালক পলাতক রয়েছেন।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এসএস//