শিরোনাম:
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত
- Update Time : ০২:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
জেলা প্রতিবেদক : গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলপোস্টের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জের পানিতলা এলাকায় বানেশ্বর বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, ঘটনাস্থলে একজন এবং গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো একজন মারা যান। এদিকে বগুড়া নেয়ার পথে তৃতীয়জনের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি মেডিক্যাল অফিসার জানান, দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ নামে একজনকে এখানে আনা হয়। এরপর তিনি মারা যান। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানান, বগুড়া নেয়ার পথে একজন, ঘটনাস্থলে একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এসএস//
Tag :