শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়া যাত্রীবাহী বাস ডোবায়, আহত ১৫
- Update Time : ০৭:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অন্য গাড়িকে ওবারটেক করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস ডোবায় পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বিসিক শিল্পনগরীর কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কুমিল্লা-সিলেট মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ জানান, সকালে আশুগঞ্জ গোলচত্বর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে বিসিক শিল্পনগরীর সামনে অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি মহাসড়কের পাশে ডোবায় পড়ে যায়। পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে।
এসএস//
Tag :