আনন্দ উচ্ছ্বাসে সুপ্রিমকোর্ট বারের বার্ষিক ভোজ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০৮:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ২ Time View
দিদারুল আলম : আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনা বিপুল সংখ্যক আইনজীবী ও অতিথিদের অংশগ্রহণের মধ্য দিয়ে হয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজ ও সাংস্কৃতিক আয়োজন।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ পাশের বিশাল মাঠে এই আয়োজন সম্পন্ন হয়।
বার্ষিক ভোজে আইনজীবী ও আমন্ত্রিত অতিথিসহ ১৩ হাজার মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজলের সুদক্ষ নেতৃত্ব ও ব্যবস্থাপনায় কার্যনির্বাহী কমিটি ভোজ ও সাংস্কৃতিক আয়োজন সফল ভাবে সম্পন্ন করেছেন। আইনজীবীরা জানান, এএম আমিন উদ্দিন ও ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে বর্তমান কার্যনির্বাহী কমিটির প্রতিটি আয়োজন সফল। করোনা সংক্রমণ জনিত উদ্ভূত পরিস্থিতির মাঝে আইনজীবীদের স্বার্থে তাদের প্রতিটি পদক্ষেপ ছিল ইতিবাচক ও আইনজীবীদের স্বার্থে।
আইনজীবীরা জানান এতো স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনায় অতীতে এরূপ দেখা যায়নি। তারা বর্তমান কার্যনির্বাহী কমিটির ঐক্যবদ্ধ থেকে কর্মকাণ্ড পরিচালনার প্রশংসা করেন। সর্বোচ্চ আদালতের আইনজীবীরা এরূপ ঐক্যবদ্ধতাই প্রত্যাশা করেন।
আইনজীবীদের জন্য ভবন ২০২০ নির্মাণ এবং অত্যাধুনিক ওই ভবনে কি কি সূযোগ সুবিধা থাকছে তা প্রকাশ করেছেন সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল।
ব্যারিষ্টার কাজল সারাদেশ’কে জানান, এবারই প্রথম বারের মতো ১৫ ফেব্রুয়ারি হয়ো গেলো সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্য ও তাদের পরিবারের জন্য ‘ফ্যামিলি ডে’।
করোনা সংক্রমণ জনিত উদ্ভূত পরিস্থিতির মাঝে যখন দেশের বিভিন্ন পেশায় আর্থিক সমস্যা চলছিল ঠিক তখন সুপ্রিমকোর্টের আইনজীবীদের পাশে দাঁড়িয়েছে সুপ্রিমকোর্ট বার। আইনজীবীদের বিনাসুদে আর্থিক সহায়তা দেন সুপ্রিমকোর্ট বার। বর্তমান কার্যনির্বাহী কমিটির কার্যক্রমে সুপ্রিমকোর্ট বার ভবনের উন্নয়ন, আইজীবীদের পেশাগত দক্ষতাবৃদ্ধিতে বিভিন্ন আয়োজন, ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন, আইনজীবীদের করোনাকালীন সময়ে চিকিৎসার সার্বিক ব্যবস্থাসহ ছিল বিভিন্ন পদক্ষেপ।
আজ সাংস্কৃতিক অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের আইনজীবীদের পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে গানপরিবেশন করেন কন্ঠ শিল্পী কনা, ফকির শাহাবুদ্দিন প্রমূখ।
সবশেষে অনুষ্ঠিত হয়েছে সুপ্রিমকোর্টের আইনজীবীদের জন্য আকর্ষণীয় ‘রেফেল ড্র’।
এসএস//