শিরোনাম:
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ কোটি ছাড়ালো
- Update Time : ০১:৩৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ২ Time View
আন্তর্জাতিক ডেস্ক : সারাবিশ্বে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৩৪ হাজার ৪৬৮ জন। করোনার কারণে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ২৯ হাজার ৭৫৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৮ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ২৭০ জন।
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা গিয়েছে।
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, ভাইরাসটির বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৪ লাখ ৯৯ হাজার ৯৯১ জন এখন পর্যন্ত মারা গেছেন। সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও দেশটিতে। এখন পর্যন্ত ২ কোটি ৮৩ লাখ ৮১ হাজার ২২০ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
এসএস//
Tag :