বুড়িচংয়ে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী আটক
- Update Time : ০৪:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
বুড়িচং প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে ৯ বোতল বিদেশি হুইস্কিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই ডালিম কুমার মজুমদার, এস আই কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সোমবার সন্ধ্যায় উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের এতবারপুর গোমতী নদীর বেরিবাঁধ এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন এক যুবককে তল্লাসী চালিয়ে একটি ব্যাগে রাখা ৯ বোতল বিদেশি হুইস্কি উদ্ধার করে।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মফিজ মিয়া (২৫), সে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
পুলিশ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের পূর্বক কুমিল্লা আদালতে প্রেরণ করেছে।
কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে ৯ বোতল বিদেশি হুইস্কিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এসএস//