সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি
- Update Time : ০৪:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক : আগামীকাল ১৭ ফেব্রুয়ারি সারা দেশের মহানগর ও জেলা শহরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এ কর্মসূচির বাইরে থাকবে বরিশাল।
পরদিন পূর্বঘোষিত কর্মসূচি থাকায় বরিশালে আগামীকাল এ কর্মসূচি পালিত হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বরিশাল মহানগরে সমাবেশ করবে দলটি।
আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রিজভী বলেন, স্বৈরতন্ত্র ও মাফিয়াতন্ত্রের পতনের দাবিতে এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ’বীর-উত্তম’ খেতাব বাতিলের সরকারি অপচেষ্টার প্রতিবাদে আগামীকাল বুধবার বরিশাল বিভাগ বাদে ঢাকাসহ সারা দেশের মহানগর এবং জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।’
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামীকাল সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
এসএস//