দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার

- Update Time : ০৬:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ৯ Time View
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ঘুরে দেখার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে যা বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এ দেশের লোকেরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও অতিথিপরায়ণ, যারা সর্বত্র পর্যটকদের স্বাগত জানায় এবং তাদের সহায়তা করার চেষ্টা করে। একটি দেশের সেরা জায়গাগুলোর তালিকা তৈরি করা সর্বদা খুব জটিল এবং বিতর্কিত বিষয়। দেশের এ প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে দেখতে যাদের ভালো লাগে তাদের জন্যে আন্তর্জাতিক
দেশের প্রধান পর্যটন আকর্ষণ কক্সবাজার। ঘন জঙ্গলে ঢাকা, পাহাড়ের মনোরম পটভূমিতে গড়ে ওঠা বঙ্গোপসাগরের নীল জলের কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এর মোট দৈর্ঘ্য ১২০ কিলোমিটার। দেশের বন্দর নগরী চট্টগ্রাম থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বিশ্বের দীর্ঘ এই সমুদ্র সৈকত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্সের নামানুসারা হয়েছে এর নাম। মাইলের পর সোনালী বালুকণার দীর্ঘ সৈকত, উঁচু পাহাড়, সার্ফিং ওয়েভস, আশ্চর্য শঙ্খ শাঁস, প্যাগোডা, বৌদ্ধ মন্দির, ক্ষুদ্রনৃগোষ্ঠীর বৈচিত্রময় জীবন এবং সীফুডের কেন্দ্রস্থল এই নয়নাভিরাম কক্সবাজার। হাঙ্গরবিহীন সৈকতটি সমুদ্রস্নান, সানবাথ, সাঁতার কাটা এবং সার্ফিংয়ের জন্য বিশ্বজুড়ে নিজস্ব খ্যাতি রয়েছে।
এসএস//