শিরোনাম:
কুড়িগ্রামে চারজনকে হত্যার দায়ে ৬ জনের ফাঁসির রায়
- Update Time : ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : কুড়িগ্রামে এক পরিবারের চারজনকে হত্যার আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় ছয়জনের ফাঁসির রায় দিয়েছে জেলার একটি আদালত।
কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মো.আব্দুল মান্নান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের মনতাজ উদ্দিন, নজরুল ইসলাম মঞ্জু, আমির হোসেন, জাকির হোসেন, জালাল গাজি ও আজমত আলী শেখ।
তাদের মধ্যে জালাল গাজি পলাতক রয়েছেন। এছাড়া আদালত নাইনুল ইসলাম নামে এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন।
২০১৪ সালের ১৫ জানুয়ারি উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের সুলতান মণ্ডলসহ তার পরিবারের চারজনকে হত্যার ঘটনায় মামলাটি করা হয়।
এসএস//