পর্যটন : বাংলাদেশের মনোমুগ্ধকর স্থান স্থাপনা…

- Update Time : ০৮:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৪ Time View
সৈয়দা ফারজানা আফরিন: প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ।
নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত। বিশ্বের সব চাইতে বড় সমুদ্র সৈকত এবং সুন্দরবনও এখানে। রয়েছে মনোমুগ্ধকর অনেক জায়গা ও স্থাপনা।
দেশেই দেখার মতো মনোমুগ্ধকর অনেক জায়গা ও স্থাপনা রয়েছে। তা না দেখেই এদেশের অসংখ্য মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে বেড়াতে যান। এ বিষয়ে কবিগুরুর সেই বিখ্যাত কবিতা-
“বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।”
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এ কবিতায় দেশপ্রেমের এক অফুরান গভীরতা অনুভব করি।
বাংলাদেশের মনোমুগ্ধকর জায়গা ও স্থাপনা নিয়ে ধারাবাহিকভাবে সারাদেশ.নেটে-তুলে ধরা হবে…..
ডিএ /