সুপ্রিমকোর্ট বার নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের প্যানেল ঘোষণা
- Update Time : ০৩:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) কার্যনির্বাহী পরিষদের ২০২১-২২ সেশনের নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।
রবিবার ১৪ ফেব্রুয়ারি রাতে এক বৈঠকে ১৪ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়।
প্যানেলে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান, সহ-সভাপতি পদে জয়নাল আবেদিন তুহিন ও জালাল আহমেদ, সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল,সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুবকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাতটি কার্যনির্বাহী সদস্য পদে মনজুরুল আলম সুজন, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোহাম্মদ জাকির, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ইফতেখার আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে।
আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত পারে বলে সুপ্রিমকোর্ট বার অফিস জানায়।
এসএস//