বনশ্রীতে লুমিনাস স্বপ্নচূড়া : লুমিনাস হাউজিং এর আরো একটি সাফল্য
- Update Time : ০৯:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
দিদারুল আলম : লুমিনাস হাউজিং লিমিটেড রাজধানীতে বাড়ী তথা ফ্ল্যাট নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে নজর কেড়েছে।
প্রতিষ্ঠানটি রাজধানীর অন্যতম আবাসিক এলাকা পূর্ব রামপুরায় বনশ্রীর ব্লক-এ এর ৫/১ রোড তথা তিতাস রোডে নির্মাণ করেছেন ‘লুমিনাস স্বপ্ন চূড়া’নামে বাড়ী। এতে রয়েছে মোট ৭২ টি ফ্ল্যাট। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ ভবন সফল নির্মাণ শেষে ফ্ল্যাট মালিকদের সমন্বয়ে ভবন ব্যবস্থাপনা কমিটি গঠন করে দিয়েছেন।
চমৎকার নির্মাণশৈলী খোলামেলা পরিবেশে নির্মিত হয়েছে লুমিনাস স্বপ্ন-চূড়া বাড়ীটি।
সরেজমিন দেখা যায়, বাড়ির সামনে রয়েছে খোলা জায়গা। যা ঢাকায় সচরাচর দেখা যায় না। বিশাল গ্যারেজ। যেখানে শিশুরা খেলার সূযোগ পাচ্ছে। ভবনটি আরো সুসজ্জিত করা হবে বলে জানান ব্যবস্থাপনা কমিটি।
এ উপলক্ষে রাজধানীর তেজগাঁও স্কাই ট্রি রেষ্টুরেন্টে সোমবার রাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লুমিনাস হাউজিং লিমিটেড এর কর্ণধার প্রকৌশলী নূর কুতুবুল আলম জহির। সততা, পরিশ্রম ও দক্ষতাকে ধারণ করে তরুণ এ রিয়েল এস্টেট ব্যবসায়ী প্রকৌশল জহির ক্রেতাদের আস্থা অর্জন করেছেন। তার প্রতিষ্ঠান রাজধানীর বিভিন্ন স্থানে বেশকটি প্রজেক্ট সফলতার সঙ্গে সমাপ্ত করেছেন। আরো বেশকটি প্রজেক্ট প্রক্রিয়াধীন।
লুমিনাস স্বপ্ন-চূড়ার ফ্ল্যাট মালিকগন লুমিনাস হাউজিং লিমিটেডের কর্ণধার প্রকৌশলী নুর কুতুবুল আলম জহিরের আন্তরিকতা,সার্বিক সমন্বয়,ব্যবসায়িক কমিটমেন্টের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ডিএ //