শিরোনাম:
সুপ্রিমকোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতদের প্যানেল ঘোষণা
- Update Time : ১১:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিমকোর্ট বার নির্বাচনে সরকারপন্থীদের প্যানেল ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুকে সভাপতি পদে এবং আইনজীবী মো.আব্দুল আলিম মিয়াকে (জুয়েল) সম্পাদক পদে মনোনয়ন দেয়া হয়েছে।
সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ১৩ ফেব্রুয়ারি শনিবার রাতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন মার্চ মাসের ২য় সপ্তাহে হতে পারে বলে জানা গেছে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সরকার সমর্থক সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।
অন্যদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এসএস//