করোনায় দেশে আরো ১৩ জনের মৃত্যু
- Update Time : ০৬:৫৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৬৬ জনে। গত ২৪ ঘন্টায় সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২৯১ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জনে দাঁড়াল।
এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন।
শনিবার ১৩ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট মৃত্যু ৮ হাজার ২৬৬ জন। তাদের মধ্যে পুরুষ ৬ হাজার ২৫৯ জন (৭৫ দশমিক ৭২ শতাংশ) ও নারী দুই হাজার সাতজন (২৪ দশমিক শূন্য ২৮ শতাংশ)।
ডিএ//