প্রথম বারের মতো সুপ্রিমকোর্ট বার-এ ফ্যামিলি ডে শনিবার
- Update Time : ১০:৫৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিমকোর্ট বার) আয়োজিত প্রথমবারের মতো পারিবারিক মিলনমেলা (ফ্যামিলি ডে) অনুষ্ঠিত হবে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি শনিবার।
সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল জানান, সুপ্রিমকোর্ট বার-এর ইতিহাসে প্রথম বারের মতো এ আয়োজন। শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিভিন্ন আয়োজনে সাজানো হলো দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের পারিবারিক এ মিলন মেলা।
তিনি জানান, সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে আইনজীবী পরিবারের শিশু-কিশোর ও মহিলাদের জন্য নানা রাইড ও খেলাধুলা থাকবে। মহিলাদের মিউজিক্যাল চেয়ার অনুষ্ঠিত হবে দুপুর ২টায় । বিকাল ৩টা থেকে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ক্লোজ আপ ওয়ান খ্যাত লালন কন্যা ‘কন্ঠশিল্পি সালমা’। থাকছে উপজাতীয় নাচ ও ফিউশন ড্যান্স। সন্ধ্যার পর ফানুস উড়ানো হবে। থাকবে আতশবাজি শো।
সুপ্রিমকোর্ট বার সম্পাদক বলেন, রীতি অনুযায়ী সুপ্রিমকোর্ট বার-এ বার্ষিক ভোজ হয়। এবার বার্ষিক ভোজও অনুষ্ঠিত হবে। তার পূর্বে এ ফ্যামিলি ডে।
এএম আমিন উদ্দিন ও ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে সুপ্রিমকোর্ট বার-এর বর্তমান কার্যনির্বাহী কমিটি মহামারি করোনা জনিত উদ্ভূত বৈরী পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেয়ার পরপরই আইনজীবীদের কল্যানে আর্থিক সহায়তা, মহামারি করোনা টেষ্ট (কোভিড-১৯) নিশ্চিতকরণ, নির্দিষ্ট হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান, পেশাগত কল্যান ও উৎকর্ষতায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি সুপ্রিমকোর্ট বার ভবনের নানা উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম গ্রহণ, বার-বেঞ্চের সম্পর্ক উন্নয়নেও চলে নানা পদক্ষেপ।
সুপ্রিমকোর্ট বার-এর সদস্য বিভিন্ন আইনজীবীরা বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদের কার্যক্রমের প্রশংসা করেন। আইনজীবীরা বলেন, সভাপতি ও সম্পাদকের নেতৃত্ব ডায়নামিক এবং পরো কমিটির ঐক্য সুদৃঢ়। তাই এতো সাফল্য।
এসএস//