শিরোনাম:
মীর কাদিম কালাই পৌরসভার নির্বাচন অনুষ্টানে বাধা নেই
- Update Time : ০৬:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের মীর কাদিম ও জয়পুরহাটের কালাই পৌরসভার নির্বাচনের ওপর হাইকোর্টের দেয়া তিন মাসের স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আনা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মো. নূরুজ্জামানের আদালত স্থগিতাদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি এটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
ডেপুটি এটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। ফলে ওই দুই পৌরসভার নির্বাচন অনুষ্টানে আর কোনো আইনি বাধা নেই।
পৃথক রিটের শুনানি নিয়ে ৯ ফেব্রুয়ারি ওই দুই পৌর নির্বাচনে হাইকোর্ট রুলসহ স্থগিতাদেশ দিয়েছিলেন।
এসএস//