শিরোনাম:
যশোর কালাই মীর কাদিম পৌরসভা নির্বাচন হাইকোর্টে স্থগিত
- Update Time : ১১:২৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক : যশোর কালাই মীর কাদিম পৌরসভার নির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।
পৃথক রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
একই সঙ্গে আদালত রুলও জারি করেছে।
আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ডেপুটি এটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
যশোর পৌরসভা, মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভা ও জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচন বিষয়ে পৃথক রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত।
মুন্সিগঞ্জের মীর কাদিম ও জয়পুরহাটের কালাই পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি এবং যশোর সদর পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটগ্রহণের জন্য দিন ঠিক করা হয়েছিল।
ডিএ/এসএস//