বাংলাদেশ সফরে আসছে অজিরা
- Update Time : ০৩:৪৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
খেলা ডেস্ক : গত বছরের এপ্রিলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। করোনা ভাইরাসের প্রকোপে সেই সফরটি স্থগিত হয়। অবশেষে টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অজিরা। তবে এবার টেস্ট নয়, টি-টোয়েন্টি খেলবে দুই দল। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়োজিত হবে সিরিজটি। খবরটি নিশ্চিত করে জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ক্রিকইনফো।
ভবিষ্যত সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাদা বলের সিরিজে ইংল্যান্ডকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ক্রিকইনফোর ধারণা, একই সময়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরের পরিকল্পনা করায় ম্যাচগুলো খেলা হতে পারে ত্রিদেশীয় সিরিজের অংশ হিসেবে।
২০২০ সালের টি- টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল। কিন্তু বাধ সাধে করোনা মহামারি। স্থগিতাদেশ পাওয়া আসরটি ২০২২ সালে অস্ট্রেলিয়ায়ই হবে। তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে অনুষ্ঠিত হবে। সেই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ২০১৭ সালের পর বাংলাদেশে দ্বিতীয় সফর এটি অস্ট্রেলিয়ার।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী একই সময়ে ৩ ম্যাচ ওয়ানডে ও টি- টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড।
এসএস//