দেশের তিন অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ
- Update Time : ১২:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেশ বাড়লেও আজ দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী চারদিন টানা তাপমাত্রা বাড়তে পারে।
আজ বুধবার ১০ ফেব্রুয়ারি সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, পঞ্চগড় ও কুড়িগ্রাম – এই তিন অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তারপরের তিনদিনে রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।
সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এসএস//